|| Unofficial Boyfriend ||









|| Unofficial Boyfriend ||
( এক অপরিণত ভালোবাসা Part -২)
-Dip Saha Chowdhury
( #রোদ্দুরের_গল্প )

আজ ছেঁড়া কাগজ,ধুলোমাখা ডাকবাক্সই তোর পরিচয়. .
আজ ব্যাস্ত মন. . তোকে মনে রেখে . .
নতুন গল্প লেখার খোরাক চায়. .

Psychologyতে একটি Term আছে “Deja Vu”. যার অর্থ হল কখনো কখনো এমন মনে হওয়া যে যেন এঘটনাটা আমার সাথে আগেও ঘটেছে। বা আমি জানি এরপরে কি হবে। পৃথিবীর ৮০% মানুষের সাথে এটা হয় বা হয়ে থাকে।কিন্তু এর প্রত্যক্ষ কারন আজও কোনো বিজ্ঞানীরা দিতে পারেন নি...

সেক্টর ফাইভকে পেছনে ফেলে ট্যাক্সিটা তখন এগিয়ে চলেছে দুরন্ত গতিতে। গাড়িতে বন্ধ কাঁচে মাথা এলিয়ে বসে আছে ইমন। কানে সাদা হেডফোনে তখন বাজছে “সখি ভাবনা কাহারে বলে, সখি যাতনা কাহারে বলে...” আজ রাগিনীর কথা খুব মনে পড়ছে তার। সেই পাগলামি, খুনশুটি।। কলেজের 1st ইয়ারে ব্রেক-আপটার আজও তারা থিক করে জানে না। তবুও মনে মনে ভালবাসে আজও। সেই যে পার্কে বসে গাঁদা ফুল দিয়ে প্রোপোজ, ফুচকা খাওয়ানোর প্রমিসটা আজও খুব মনে পড়ে। আসলে কারো চলে যাওয়া মানুষকে কাঁদায় না। কাঁদায় স্মৃতিগুলি। স্মৃতি কাউকে ঘরে ফেরায় আবার কাউকে ঘরছাড়া বানজারা , বেদুইন বানায়। এসবই ভাবছিলো ইমন। হঠাত ট্যাক্সিটা থামল। নিশ্চয়ই কোনো জাত্রি পেয়েছে ড্রাইভার।যাক ভালোই হবে বিলটা ভাগাভাগি হবে। কিন্তু হঠাত করে কেন জানিনা ইমনের মাথার মধ্যে জেন একটা ভোঁ শব্দ হতে লাগলো। অনেকটা তালা লাগার শব্দ। আর মন বলে উঠলো। এ যাত্রী অন্য কেউ নয় ... রাগিণী।
মানুষ তখনি বেশি হতবাক হয় যখন কল্পনায় জাল বুনে আসা জিনিসগুলি বাস্তবেও পাখামেলে উড়তে থাকে। এটা অনেকটা গুটি থেকে প্রজাপতির প্রথম মুখ বের করার মত। আপনি জানেন না যে আদৌ এটা পাখনা মেলবে কিনা। কিন্তু আপনার বিশ্বাস যে মেলবেই।
টাক্সির দরজাখুলে যে মাথাটি প্রথম উঁকি মারল সে আজ আর প্রথমবর্ষের ছাত্রী রাগিনীর চেয়ে অনেক বেশি পরিনত। চোখে সেই দুষ্টুমির ছাপ। মুখে চেনা হাসিটা। চটপট উঠে পড়ল। এইসব অবস্থায় ইমন মানসিক দিক থেকে ধরাশায়ী। মানে অতীত কি করে ধরা দিতে পারে?? তো নিজেকে সামলে নিয়ে কিছুটা সরে বসল ইমন।
গাড়ি চলতে শুরু করেছে। ইমন দেখল রাগিণী ধীরে ধীরে সরে আসতে শুরু করেছে তার দিকে। ইমন ও দুরত্ব বজায় রাখার খাতিরে একটু করে সরতে লাগলো। কিছুক্ষনে টের পেল সে দরজায় সেটে গেছে। তাই একটু গলা খ্যাঁকরা দিয়ে ইমন বলল,
- কি হলো?? সরে বসুন না।
কথায় কাজ হলো না্‌। বরং রাগিনী আরো কিছুটা চেপে এসে ইমনের পায়ে হাত রাখলো। আর সঙ্গে সঙ্গে ফোনের নোটপ্যাড খুলে ইমনকে দেখিয়ে দেখিয়ে টাইপ করলো,
- “ আহ! সেই পা,...”
এরপর হাতটা ধরে লিখল,
_ “ আয় হায়। ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর...”
ইমন একটা মিথ্যে রাগ দেখিয়ে বলল,
- অনেকক্ষণ থেকে বলছি সরে বসুন।
ড্রাইভার পেছন ফিরতেই রাগিনী চোখ মেরে সামনে ফিরতে বলল,
এবার রাগিনী বলে উঠলো,
- “ ইমু তু... আব তো আজা...”
ইমন বলল,
- তোর সাথে কথা নেই।
- আমার সাথে কথা না বলে থাকতে পারবি??
- আড়াই বছর তো আছি।
- ________ এর আড়াই বছর। প্রতিদিন রাতেই তো ওই Angel Nilanjana এর কাছে আমায় নিয়ে ভাজাস।
- তুই জানলি কি করে??
- আরে ঢাক্কান ওটা আমার ফেক একাউন্ট।
- তুই আমাকে স্টক করতি??
- দেখ আমার “Unofficial Boyfriend” বা Would be এর উপর নজর রাখার দায়িত্ব আর কারো উপর ছাড়তে পারি না... পারি কি...
- Unofficial Bf হোক বা অন্যকিছু আমি তোকে এখন ভালোবাসি না।
- ও তাই। তাহলে তোর ডান হাতের ঘড়িটা তো অন্য কথা বলছে।
ঘড়ির দিকে তাকিয়ে ইমনের মনে পরে গেল যে এই ঘড়িটা রাগিনী ওদের Love Anniversary তে ইমন কে দিয়েছিল । এই ঘড়িটা সে কখনই দূরে রাখে না। সে হাতটা ঢেকে বলল,
- ও কিছু না।
রাগিণী চুপ করার ইশারা করে ওর হাতে হাত গুঁজে একটা হেডফোনের সাইড নিজের কানে গুঁজে বলল,
- এই মাসেই রেজিস্ট্রি করতে পারবি?
- মানে??
- আমি আর ওয়েট করতে পারছি না। বাবা ছেলে দেখা শুরু করেছে।
- এতোদিন কোথায় ছিলি??
- 1st ইয়ারে বাবা শর্ত দিয়েছিলো যে পড়াশুনা নাহলে ভালোবাসা। আমি পড়াশুনাটা মেনে নিয়েছিলাম। কারন আমি জানতাম ভালোবাসাটা বদলাবে না।
- তুই জানিস আমি কতো কষ্ট পেয়েছি। তুই কি করে ছিলি এতোদিন?
- উত্তরটা আমার ভেজা বালিশ জানে। বলতে বলতে চোখ ভিজে এলো রাগিনীর।
- কাঁদিস না প্লিজ।
- ওরে হাঁদা , Unofficial Boyfriend . এটা আনন্দের চোখের জল। আজ আমায় কাঁদতে। না হয় তোর জামটাই ভিজবে। আর আমার ভালোবাসার জমি উর্বর হবে। কাঁদতে দে।

বাইরে তখন বিদ্যুৎ চমকাচ্ছে। হয়তো বৃষ্টি নামবে তিলোত্তমায়। হেডফোনে তখন বাজছে
“ Jo Wada Kiya Woh Nivana Parega… ”.

ক্লাস সিক্সের একটি ছেলে অঙ্কে ২৫ পেয়েছিলো। বহু লোক হেসেছিলো, মাধ্যমিকে সেই ছেলেটি ৯৫ পেয়ে উত্তর দিয়ে দিয়েছিলো সবাইকে যে কামব্যাক কাকে বলে। আজও তার বহু জায়গায় কামব্যাকের সাক্ষী রয়েছে অনেকে। জীবনে কখনো আশা ছাড়া উচিত নয়।

“জীবন যাহা লইয়াছে কাড়িয়া, ফিরাইবে তাহা দু-হাত ভরিয়া। শুধু চাহিয়া দেখ।”

Comments

Popular posts from this blog

ফিউসবক্স (Sequel of কলেজস্ট্রিট)

“ওম”

♥ ♥ ব্যারিকেড ♥ ♥