ফিউসবক্স (Sequel of কলেজস্ট্রিট)


                                


                              ফিউসবক্স (Sequel of কলেজস্ট্রিট)

-      Dip Saha Chowdhury( #রোদ্দুর )

সাইকোলজি বলে যে, আপনি রোজ যার কথা মনে করে আপনি ঘুমোতে যান তিনি এক হয় আপনার দুঃখের কারন বা সুখের সাথী। কিন্তু সাইকোলজি এটা বলে না যে প্রত্যেকের জীবনে এমন পরিস্থিতি অনেকবার আসে যে যেখানে সে ঠিকই করতে পারে না যে সামনের মানুষটি কই আদৌ তার জীবনে সুখের বার্তাবাহক হবেন কি না? আর তখন ঘুমটাই আসে না। গল্পটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আছে, Maroon-5 ব্যান্ডের “She Will Be Loved” গানটি একটু ডাউনলোড করে রাখবেন। কারনটি অবশ্য গল্পের শেষে বুঝবেন। অবশ্য এটি গল্প না “কলেজস্ট্রিট” গল্পের সিক্যুয়েল সেটা আমিও জানি না। তো শুরু করা যাক।
 কলেজস্ট্রিটে একটি মেয়ের সাথে ধাক্কা লাগে । তারপর একটি ফ্রেন্ড রিকোয়েস্ট , একটি বইয়ের আদান প্রদান , বইয়ের শেষে একটি নাম্বার এবং সেখান থেকেই আমাদের গল্পের ডুয়েট সং শুরু। আজকাল সম্বিত আর শর্বরীর দিনটা ২৫ ঘন্টার হলেই ভালো হয়। গল্প তাদের শেষই হয়না। কিন্তু তবুও যেন সম্বিতের মনে হয় মেয়েটা বড্ড কৌতুহলি তার ছোটোবেলা নিয়ে। যেমন সে কোথায় পড়তো, তার স্কুল কেমন ছিল। যেগুলো সত্যিই সম্বিতের বেখাপ্পা লাগে।
রবিবারের সকাল , এক বন্ধুর বাড়িতে বসে আছে সম্বিত, হঠাত ফোনটা বেজে উঠলো সম্বিতের “7*********”-শর্বরী সেন। গলাটা সামান্য ঝেড়ে নিয়ে কথা শুরু করলো সম্বিত
-      হ্যালো
-      হাই, ধাক্কা খেয়ে কেমন আছেন?  ( পাশে তখন হট্টগোল , ট্রেনের আওয়াজ...)
-      আমি ভালোই আছি, আপনি আছেন কোথায়??
-      লেখা আছে , উমম... দমদম জংশন , প্লাটফর্ম নাম্বার পাঁচ
-      মানে???? আপনি দমদমে ? কী করছেন??
-      ধাক্কা খেতে এসেছি, এখন বলবেন না যে ধাক্কা দিতে আসতে পারবেন না।
-      আপনি wait করুন আমি , আসছি
-      হুম একটু তারাতারি ওকে? টা টা
ফোনটা কেটে দিয়ে বেরিয়ে পড়ল সম্বিত, পাঁচ মিনিটের পথ, স্টেশনে পৌছে এরকম ভাবে শর্বরীকে আবিস্কার করবে তা কখনো ভাবতেই পারে নি সম্বিত। নীল শাড়ি, চোখে কাজল , ঠোঁটে লিপগ্লস, চোখের সামনে অপ্সরাকে দেখে কিছুক্ষণ চোখ ফেরাতে পারে নি সে। তার সৌন্দর্যের কাছে নিজের ডেনিম জিন্স আর সাদা ফরমাল শার্টটা জাস্ট বেমানান।
-      কি সম্বিত স্যার , সম্বিত হারালেন নাকি??
চমক ভাঙল সম্বিতের। “না মানে... ” লজ্জায় মুখ নিচু করে নিলো সম্বিত।
-      আজ আর কফি খেতে নিয়ে যাবেন না?
-      নিশ্চয়ই (ইতস্তত হয়ে বলল সম্বিত)
পাশের একটা রেস্টুরেন্টে ঢুকল তারা। দেওয়া হল কফির অডার, টেবিলে বসেই শর্বরী বলল
-      আপনাকে ভালো লাগছে!
-      আপনাকেও।।
-      আচ্ছা আপনি কি আগে কথা বলতে পারেন না??
-      না মানে তেমন কিছুই না।।
-      হ্যা তেমন কিছুই। ফিউস বক্স
-      আপনি আমাকে ফিউস বক্স বললেন?
-      আমার সামনে কি আর কেউ আছে??
এর মধ্যে কফি চলে এলো, কফিতে প্রথম চুমুক দিতেই শর্বরী বলল,
-      আচ্ছা, আপনার পায়ের সেই কাঁটা দাগটা আছে??
বিষম খেতে খেতে সম্বিত বলল,
-      আপনি জানলেন কী করে?
-      এই অনেক হয়েছে আপনি আপনি... তুমি তে এসো। আরে তুমি সেন্ট স্টিফেন্সে পরতে না?/
-      হ্যাঁ, সন্দীপ্তা সেন কে মনে আছে?
নামটা মনে আছে তার , কিন্তু মুখটা মনে নেই, যার জন্য প্রাইমারিতে স্লিপ থেকে পরে পাএ সেলাই পড়েছিলো , সে কথা তার মনে আছে।
-      হ্যাঁ আছে, কিন্তু কেন বলুন তো??
-      আবার আপনি... আমি সন্দীপ্তা সেন, শর্বরী নামটা ফেক। সেদিন কলেজস্ট্রিট আমি ইচ্ছা করে ধাক্কাটা মেরেছিলাম। না হলে কথা বলার কোনো সুযোগ পেতাম না, ফিউসবক্স
আস্তে আস্তে সব মনে পরতে থাকে সম্বিতের, তার ছোটবেলা... সবকিছু, ফেলে আসা দিন । স্কুল গেট, সব।।
-      কিন্তু তুমি বলেছিলে যে 1st ইয়ার?
-      হুম, এম এ তে 1st ইয়ার
-      ওওওওও...
-      হুম... ফিউস বক্স...
সেদিন সন্দীপ্তার চোখ দেখে থমকে গেছিলো সম্বিতের হৃদয়। কারন সাইন্স বলে, ছোটবেলা থেকে মানুষের সব বদলায় , শুধু চোখটা বাদে, তাই হয়তো সেইদিন স্মৃতি আঁকড়ে ধরা চোখ দুটো সম্বিতকে কিছু বলতে চেয়েছিল আর সম্বিতও হয়ত কিছু খুঁজেছিল সেই বইপাড়ার ভিড়ে।
যখন তাদের কথা শেষ হল, তখন ১২টা , বেড়িয়ে এসে। ট্যাক্সি ধরল সন্দীপ্তা, সম্বিত বলল,
-      বইটা যে দেওয়া হল না??
একটু হেসে সন্দীপ্তা বলল,
-      আবার অন্য কোনদিন??
ট্যাক্সি ধুলো উড়িয়ে ছুটে চলল। সম্বিত তখন নিজের ফোনের প্লে-লিস্টে ব্যাস্ত, মুখে দুষ্টু হাসি, হেডফোনে তখন বাজছে্‌,

She Will Be Loved – Maroon 5

Comments

Popular posts from this blog

“ওম”

♥ ♥ ব্যারিকেড ♥ ♥