পড়ন্ত বিকেল


যদি কোনো এক পড়ন্ত বিকেলের ঘাসে
হঠাত দেখি তুমি অন্য কারো পাশে
বিশ্বাস করো একটুও রাগবো না. .
যদি কোন ধুলো ওড়ানো সন্ধ্যেতে
হঠাত দেখি হেঁটে চলেছ দূরেতে
কারো কাঁধে মাথা রেখে
বিশ্বাস করো পিছু ডাকবো না . .
মনে পরবে রাগারাগী
চ্যাটবক্সের খুনসুটি
তবুও আমার নাম্বারটা,  
তোমার ফোনে ভাসবে না।
দাগটা আজও বড্ড গাঢ়
লিপস্টিকটা আমার জামায়. . 
গীটারে তাই অজান্তেই সুর ওঠে
“... আমি শুধু চেয়েছি তোমায়. . .”

Comments

Popular posts from this blog

ফিউসবক্স (Sequel of কলেজস্ট্রিট)

“ওম”

♥ ♥ ব্যারিকেড ♥ ♥