কফি(The Coffee) – Dip Saha Chowdhury ( #রোদ্দুর )


                             “ঐ ধোঁয়াতেও নেশা আছে ... আশা আছে ... জীবনের প্রতি ভালোবাসা আছে।“

কফির মগটা হাতে নিয়ে ছাদে দাঁড়িয়ে আছে ম্যান্ডি। কলকাতার সবচেয়ে বিলাসবহুল আপ্যার্টমেন্টের টপমোস্ট ফ্ল্যাটের মালিক সে। কিন্তু আজও যদি সে পিছনে ফিরে চায় শুধুই দেখতে পায় নীরাশার খেলাঘর যার মধ্যে একমাত্র সেই যে নিজেকে সমর্থন করেছিল। বলা হয় পৃথিবীতে সেই সবচেয়ে বেশি সৌভাগ্যবান যে অন্ধকারে নিজের মশাল নিজেই ধরে জীবনের মিছিলে হেঁটে চলে। এরকমই একজন ম্যান্ডি, মনোদীপ সাহা।
ছোটবেলা থেকেই একটু অন্যরকম ম্যান্ডি। শরীরের গঠনে ছেলে হলেও ভগবান অঙ্গ-ভঙ্গিকে ছেলেদের মতো করার বর দেয়নি ম্যান্ডিকে। তাই জীবনে প্রতি মুহূর্তে পদে পদে তাকে অপমান , টিটকিরি শুনতে হয়েছে। আজও তার কানে বাজে সেই কথাগুলো। যেদিন বন্ধুদের মাঝে মুখ ফসকে বলেছিল “নায়ক হতে চাই”, সেদিন এক ক্লাসমেট ব্যাঙ্গ করে বলেছিলো “নায়িকা না পেলে হয়তো তোকে নেবে”। রাগে, দুঃখে গা জ্বলেছিল সেদিন। কেন?? আমরা মানুষ নই?? স্বপ্ন দেখার অধিকার আমাদেরও আছে। স্বপ্ন কি কারো বাপের নাকি?? হতাশ হয়ে সেদিন বাড়ি ফিরে আয়নায় দাঁড়িয়ে নিজেকে একটাই কথা ভেবেছিলো। “আমি কেন বেঁচে আছি??” না সেদিন কোনো উত্তর আসেনি। জীবনের ভোর আসা তখনো বাকি...
তারপর কেটে গেছে দীর্ঘ ৩ বছর, হতাশার শহর তার কণ্ঠকে রুদ্ধ করেছে বারবার। নিজেকে আজ শুধু স্পন্দনহীন অথচ চলমান দেহ মনে হচ্ছে তার। সুতরাং বেঁচে থেকে লাভ নেই। এজন্মে না হোক। পরের জন্মে তো কিছু হওয়ার সুযোগ পাবে নিশ্চয়ই? আজ নিজের প্লে-লিস্টের গানগুলোকেও বড্ড বেসুরো লাগছে। ফোনে তখন বাজছে “লাগ যা গালে... ” হঠাত ইমেল নোটিফিকেশন। ইউটিউব থেকে এসেছে। একটি নতুন ভিডিও “সফলতার তিন মন্ত্র(translated) – Steve Jobs”।
হুহ! সফলতা?? দেখি কি এমন ব্যাপার। - নিজেকেই ধিক্কার দিলো ম্যান্ডি।
জীবনকে বদলাতে ১ বছরের দরকার পরে না। একটা ছোট্ট মিনিটের দরকার পরে। সেই মিনিটটাই ছিল ঐ ভিডিওর ১৮ মিনিটে। যার মুল সংক্ষেপ হল “যদি তুমি আলাদা ভাবতে পারো । তবে তোমার জীবনও আলাদা হবে।” সারারাত ঘুমায়নি ম্যান্ডি। কিছু করতে হবে।। উঁহু। করতেই হবে। হঠাত মাথায় এলো সেই একটা চিন্তা। একটা শোয়ের অডিশন । ওটায় পার্টিসিপেট করতে হবে। ঘড়িতে পৌনে ছটা বাজে। এক কাপ কফি হাতে সকালের আকাশের দিকে তাকিয়ে আছে ম্যান্ডি। ভোরের স্বপ্ন নয়। ভোরের ভাবনাকেই বাস্তব করতে চায় ম্যান্ডি। চটপট রেজিস্টার করে ফেলল । তখন কফির ধোঁয়া উঠছে।
সিলেক্টেড হয়েছে ম্যান্ডি। শুধু সিলেক্টেডই নয়। তার একটা উত্তর কাঁপিয়ে দিয়েছে বিচারকদের।
- আপনি আপনার জন্য লজ্জাবোধ করেন না??
- না, করি না । আমরা সবাই পৃথিবীতে নিজস্বতা নিয়ে বেঁচে আছি আপনিও , আমিও। যারা আমায় গালি দেয় তারা কোনোদিন আমাকে এগোতে সাহায্য করেনি। তাই তাদের মন্তব্য আমার জীবনেও কোনো ভুমিকা রাখেনি। আর যারা আমায় সাপোর্ট করে তাদের শক্তি আমাকে এখানে এনেছে। এখানে লজ্জাবোধের জায়গা নেই। সময়কে বিশ্বাস করি। সব উত্তর সেই দেবে। আর হয়তো আমি গর্বিত যে সেই ছেলেদের মতো আমি নই। যারা পৌরষত্বের অহঙ্কার করে। আমার মতে পুরুষত্ব তাকে বলে যে অন্যকে স্বপ্ন দেখাতে সাহায্য করে নাকি তার স্বপ্নকে ভেঙ্গে গুড়িয়ে দিতে চায়। কারও কারও জীবনে স্বপ্নটাই মেরুদণ্ড হয় স্যার। সেটা ভেঙ্গে দিতে পুরুষত্ব একবারও ভাবে না স্যার। ক্ষমা করবেন আমি ঐ পুরুষত্ব চাই না।
চোখ জলে ভরে আসে ম্যান্ডির। চোখের জল বড়ই ছোঁয়াচে। সবাইকে ভাসাতে পারে। সেদিন কথাগুলি বিচারকদেরও আপ্লুত করেছিল। আপ্লুত করেছিল তাদের যারা স্বপ্ন দেখতে ভালোবাসে।
এরপর অনেক লাইভ ব্রডকাস্ট নীল সাদা ঐ বইটাকে সমৃদ্ধ করেছে। উঠেছে কমেন্টের ঢেউ। কেউ দিয়েছে খিস্তি , কেঊ বাহবা দিয়েছে। কিন্তু ঐ যে... যারা গালি দিয়েছে ম্যান্ডির জীবনে তাদের কোন ভুমিকা নেই। তাই পাত্তাও দেয়নি কখনো।।
সাল ২০২০, আজ ম্যান্ডি একজন সেলিব্রিটি,একজন বেস্ট সেলিং অথর, একজন মোটিভেশনাল স্পিকার, ডিরেক্টর। আর সবচেয়ে বড়ো কথা সে একজন পারফর্মার। আজকেও তার হাতে কফি আছে। কিন্তু ধোঁয়াটা আজ স্বপ্ন দেখে না, দেখায়। গল্প লেখে না, গল্প বলে।
হুম। আমরাও আজ সেই কফি মগটা ধরে আছি। ধোঁয়াটা আজ গল্প লিখছে। কাল হয়তো গল্প বলবে। শুধু স্বপ্ন দেখতে ভুলো না। কারন স্বপ্নই তোমার মেরুদণ্ড। কফির স্বাদ বদলে যাবে। বদলাতেই হবে।

Comments

Popular posts from this blog

ফিউসবক্স (Sequel of কলেজস্ট্রিট)

“ওম”

♥ ♥ ব্যারিকেড ♥ ♥