আব্দার. .

জানি আমার জীবনে আজ ভালোবাসাটা খুবই কম. . হয়তো অস্তিত্বই নেই. . কিন্তু কল্পনাপ্রবন মনটা আজও বেঁচে আছে. . বেঁচে থাকার চেষ্টা করছে. .
তারই একটা আব্দার. .
" অনেকদিন তোকে দেখিনি. . খুব ইচ্ছা করছে. . তোকে আমি আমার Power Drink বলতাম. অনেকদিন হল সেটা পাই নি. . হয়তো পারতাম আবার স্বপ্ন সাজাতে কিন্তু সুতোটা যে তোর চোখের কাজলের রঙে হারিয়ে গেছে. . তোর হাসি মুখটা দেখিনি. . জানি তুই আবার গালি দিবি তাও. . একবার দেখতে চাই. . না রে আমি ভালো নেই. . সত্যিই ভালো নেই"
ইতি
নামের দরকার আছে কি???
- Dip Saha Chowdhury

Comments

Popular posts from this blog

ফিউসবক্স (Sequel of কলেজস্ট্রিট)

“ওম”

♥ ♥ ব্যারিকেড ♥ ♥