• কথা থেকে যায় কথার মাঝে •


কথা থেকে যায়. . কথার মাঝে. .
তোকেই খুঁজি. . সকাল সাঁঝে. .
ভোরের পাখি হয়ে আমি. . 
একমুঠো স্বপ্ন বাঁধি. .
সে সুর ভেসে যায়. . জীবনের তরে. .
জীবন মেলে মোহনার ভিড়ে. .
কথা থেকে যায় কথার মাঝে. .

Comments

Popular posts from this blog

ফিউসবক্স (Sequel of কলেজস্ট্রিট)

“ওম”

♥ ♥ ব্যারিকেড ♥ ♥