ফিউসবক্স ( Sequel of কলেজস্ট্রিট) - Dip Saha Chowdhury( # রোদ্দুর ) সাইকোলজি বলে যে, আপনি রোজ যার কথা মনে করে আপনি ঘুমোতে যান তিনি এক হয় আপনার দুঃখের কারন বা সুখের সাথী। কিন্তু সাইকোলজি এটা বলে না যে প্রত্যেকের জীবনে এমন পরিস্থিতি অনেকবার আসে যে যেখানে সে ঠিকই করতে পারে না যে সামনের মানুষটি কই আদৌ তার জীবনে সুখের বার্তাবাহক হবেন কি না? আর তখন ঘুমটাই আসে না। গল্পটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আছে, Maroon-5 ব্যান্ডের “She Will Be Loved” গানটি একটু ডাউনলোড করে রাখবেন। কারনটি অবশ্য গল্পের শেষে বুঝবেন। অবশ্য এটি গল্প না “কলেজস্ট্রিট” গল্পের সিক্যুয়েল সেটা আমিও জানি না। তো শুরু করা যাক। কলেজস্ট্রিটে একটি মেয়ের সাথে ধাক্কা লাগে । তারপর একটি...
“ওম” - Dip Saha Chowdhury ( #রোদ্দুর) যদি আপনাকে প্রশ্ন করা হয় যে পৃথিবীতে কোন ধর্ম সবার আগে ছিল তাহলে কেউ বলবেন হিন্দু , কেউ বলবেন মুসলিম, কেউ বলবেন খ্রিস্টান। কিন্তু এভাবে তো আর এই প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব না। আসলে আমরা কখনই আমদের ভাবনা চিন্তাকে বিস্তৃত করতে রাজি না। যেমন অনেকটা কুয়োর ব্যাঙের মত। এই ধর্মের নামগুলি অনেকটা কুয়োর মত। আমরা সবাই ব্যাস্ত যে এটা বোঝাতে কোন কুয়োটা আগে কাটা হয়েছে কারো এ ব্যাপারে কোনো ভ্রূক্ষেপ নেই যে মাটির নিচে জলটা কে দিলো?? যেটা না থাকলে কুয়োর কোনো মানেই হয়না। যে ধর্ম সবার আগে ছিলো তাকে বলে সনাতন ধর্ম। হ্যাঁ সনাতন ধর্ম। যে ধর্ম কোনো কুয়োতে পৃথক হয় না বরং এটা মাটির নিচে সেই জল যা প্রতি কুয়োতে জলের যোগান দেয়। কিন্তু আমি এতো কথা কেন বলছি?? আমার বিষয় তো “ওম”। না বিশ্বাস করুন আমি ওম নিয়েই বলব। আসলে তার আগে আমি এটাই বোঝাতে চাইছি যে সব কিছুর গোড়া জানতে পারলে বিষয়টি নিয়ে কোনো দ্বন্ধ থাকে না। যেমন ধরুন আপনি কোনো একটি গাছে উঠতে চাইলে কোথায় আগে এসে দাঁড়াবেন?? নিশ্চয়ই গাছের গোঁড়ায়। “ওম” হচ্ছে সেই গোঁড়া । না কোনো গাছের গোঁড়া নয়। ...
ব্যারিকেড - Dip Saha Chowdhury( #রোদ্দুর ) ইমনের কথা মনে আছে?? আশা করি আছে কারন, রাগিনী আর ইমনকে ভোলা সম্ভব নয়। যে মানুষ দুটি আমার পাঠকদের ভালোবাসতে শিখিয়েছিল তাদের হয়তো ভোলা সম্ভব নয়। তবে আজকের গল্প রাগিনী বা ইমনকে ঘিরে নয়। বরং ইমনের খুব কাছের বন্ধু ঋজু আর রোহিনীর গল্প। কোনো কালবৈশাখীর ঝরে আসা পাতায় লেখা গল্পগুলি যেমন হয় এগল্পও অনেকটা তেমন। সপ্তমীর সন্ধ্যাতে হঠাত ঠাকুর দেখার প্ল্যান হয় তিন বন্ধুর। সম্বিত, ইমন ও ঋজুর। ঋজু সম্বিতকে চেনে না। সম্বিত ইমনের বন্ধু। হ্যা এ সেই সম্বিত যার সাথে আপনাদের “কলেজস্ট্রিট” গল্পে দেখা হয়েছিলো। মধ্যমগ্রাম থেকে বেড়িয়ে ট্রেন ধরে যখন ওরা দমদম পৌছালো তখন একে একে এসএমএস বেজে উঠলো সম্বিত ও ইমনের। বলাই বাহুল্য সম্বিতের ফোনে যার এসএমএস এসেছে তার নাম সন্দীপতা ও ইমনেরটায় রাগিনীর। শুধু যার মোবাইলে আলো জ্বলল না সে হল ঋজু। জীবনে প্রেম করার চেষ্টা করেনি তা না কিন্তু নিজের মত খোলামেলা কাউকে পায়নি ঋজু। এ নিয়ে তার আপসোস ও নেই। কিন্তু গল্প শুরু হলো মেট্রোতে কালিঘাট নামার মিনিট ৪০ পর। হঠাত দ...
Comments
Post a Comment