যতই মনকে বলি

যতই মনকে বলি ও আমার জন্য নয়. .
মন ততই উত্তর দেয়. . তাহলে আমিও তোর নই. .
আমি জানিনা এই যুদ্ধের কোথায় আদি কোথায় অন্ত. .
আজ তোকে ছাড়া আমি সর্বসান্ত. .
ফিরে আয়. . তুই ফিরে আয়. .
তোকে ছাড়া বাঁচা দায়. .
-দীপ

Comments

Popular posts from this blog

ফিউসবক্স (Sequel of কলেজস্ট্রিট)

“ওম”

♥ ♥ ব্যারিকেড ♥ ♥